খুশির অবতারে নতুন রিল ভিডিওতে ধরা দিলেন অভিনেত্রী পায়েল দে। সাদা পোশাক আর গোলাপী দুপাট্টায় মন খুশি অবতারেই ধরা দিলেন পায়েল। এস ভি এফ প্রযোজিত, বিরসা দাশগুপ্ত পরিচালিত তার আসন্ন ছবি ‘মুখোশ মুক্তি পেতে আর ১১ দিন বাকি। নতুন ছবির মুক্তির আগের আনন্দই ধরা পড়লো তার ইন্সটাগ্রামের এই রিল ভিডিওতে।
খুশির অবতারে নতুন রিল ভিডিওতে ধরা দিলেন অভিনেত্রী পায়েল দে
