কেবলমাত্র আর অভিনয়েই থেমে থেকে থাকলেন না, এবার গানের জগতেও নিজের প্রতিভাকে প্রকাশ করলেন ঋত্বিকা সেন। গতকাল ছিল ১৫ই আগস্ট, আর এই সুন্দর দিনেই নিজের প্রথম গান ইউটিউবে প্রকাশ করলেন রিত্তিকা। গানটি আমাদের সকলের বহু পরিচিত। “ভারত হামকো জান সে প্যারা হে” এবং “জয় হো” এই দুই গানের সম্মেলন করেই রিত্তিকা গেয়েছেন গানটি। গানটি প্রকাশিত হয়েছে ঋত্বিকার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই। এই গানটির নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিক্সিং করেছেন সংগীতপরিচালক লিংকন রায়চৌধুরী।গানটি কোরিওগ্রাফ এবং এডিটিং করেছেন বিজয় শেখোয়ার।
ঋত্বিকার গাওয়া এই গানটি এখনও পর্যন্ত বেশ ভালো রকমের সাড়া পাচ্ছে এবং নানান দিক থেকে আসছে শুভ কামনা। ‘ভারত মা’ কে নিয়ে গাওয়া গান সবসময়েই বিশেষ হয় বলাবাহুল্য। আর এই গানটাও কিন্তু কম বিশেষ না। এখানে গানের প্রত্যেকটি লাইনকে ফুটিয়ে তোলার সকল চেষ্টা করা হয়েছে। ভিসুয়্যালিও বিষয়টি খুব সুন্দর। দেশের প্রত্যেকটি প্রান্তে গিয়ে হয়তো এই গানের শ্যুটিং করা হয়নি কিন্তু দেশের প্রত্যেকটি ভাগের মানুষ এই গানের সাথে নিজের যোগস্থাপন করতে পারবেন। গানটির বেশিরভাগ শুটিং লোকেশন কোলকাতা শহর এছাড়াও রয়েছে গ্রামের ধানক্ষেত, সেখানে অলিগলি। সব মিলিয়ে বলা যেতেই পারে একটি খুব সুন্দর গান। তাই আর দেরী কিসের, একঝলক দেখেই আসুন অভিনেত্রী ঋত্বিকা সেনের প্রথম ইউটিউব গান।