দক্ষিণী অভিনেত্রী তৃষাকে একটি অ্যাকশন নির্ভর ছবি ‘রাঙ্গি’তে দেখা যাবে। এই ছবিটির পরিচালক এম সর্বানন। এই ছবিটির জন্য তৃষাকে বুলেট চালানো শিখতে হয়েছে এবং হচ্ছে। এই ছবিটির চেন্নাই এর শুটিং শিডিউল শেষ হয়ে গেছে এবং আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে গোটা ইউনিট উজবেকিস্তানে উড়ে যাবে এবং ছবির বাকি অংশের শুটিং সেখানে হবে। ১৫-২০ দিনব্যাপী এই শুটিং এর প্রত্যেকটি স্ট্যান্টই তৃষা নিজেই করবেন।
Subscribe
Login
0 Comments