আমাদের জীবনে প্রেম আসে , আমরা সেই প্রেমের মুহূর্ত গুলো যাপন করি। কিন্তু সবসময়ই কি সারাজীবন কাছের মানুষের হাত ধরে থাকার সৌভাগ্য সবার হয়????? এমনটাই যদি হত,তাহলে কখনও কাউকে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হত না। একসঙ্গে চলতে চলতে কখন যে সময়ের ফেরে নিজের চেনা খুব প্রিয় মানুষটা আমাদের থেকে হারিয়ে যায় আমরা জানতেও পারি না। চোখের পলকে সময় কেটে যায়,পড়ে থাকে একসঙ্গে কাটানো শ্রেষ্ঠ কিছু মুহূর্ত। ভিড় করে আসে তারা স্মৃতির করিডোরে । হয়তো , এখনো তাকেই ভালোবাসে মন!!!!! কিন্তু চাইলেও হয়তো সেই মানুষটাকে আর খুব কাছের করে পাওয়া যায়না। ঠিক কোন কারণে বিচ্ছেদ?? মনে পড়ে না। হাজার একটা কারণ আর চোখের কোণে জমা জল। কেউ কেউ আবার ডাইরির পাতায় আঁকে সেই দুঃখের গল্প।
ঠিক এমনই একটি ছবি ফুটে উঠল রূপক তিওয়ারির নতুন গানে। “আসমানী পালক” এর পর রূপক তিওয়ারির নতুন গান “এখনো তাকেই ভালোবাসি”মুক্তি পেল তাঁর ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন রূপক তিওয়ারি এবং মিউসিক ও লিরিক্স অভিমান পালের। একটি স্নিগ্ধ সুরে,স্নিগ্ধ পরিবেশে একটা বিচ্ছেদ যন্ত্রনাকে অনবদ্য ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মনকে শান্ত করে দেওয়া সুর ও ভিডিওগ্রাফি এবং রুপক তিওয়ারির অনবদ্য কণ্ঠের মেলবন্ধনে একটা অসাধারণ মিউসিক ভিডিও “এখনো তাকেই ভালোবাসি”।
মাত্র ২ দিনেই গানটি ৭৪ হাজার ভিউস অর্জন করেছে।আশা করছি আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এই অসাধারণ মিউসিক ভিডিওটি।অনেক ভালোবাসা পাক রুপক তিওয়ারির এই দারুন গানটি।