২০১১ সালে শ্রীজিৎ মুখার্জী পরিচালিত বাইশে শ্রাবণ ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি মুক্তি পাওয়ার সাথে সাথে শ্রীজিৎ মুখার্জী যে কোন জাতের পরিচালক তাঁর পরিচয় সকলেই পেয়ে যান। তিনি এই ছবিতে যেভাবে একটি থ্রিলার কে দেখিয়েছেন এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। এই ছবিটিতে যে ধরনের সংলাপ তিনি ব্যবহার করেছেন, যে ধরনের স্লাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তা দর্শকরা বেশ ভালো ভাবেই এই ছবিটিতে গ্রহণ করেছিলেন এবং এই ছবিটি সেই বছরের ব্লকবাস্টার হিসেবে প্রমানিত হয়েছিল। এই ছবিটির জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। শ্রীজিৎ মুখার্জী খেলার পরিচালক হিসেবে এই ছবিটির মধ্যে দিয়েই পরিচিতি ও প্রসার ঘটে। ন বছর পর ঠিক বাইশে শ্রাবণ ছবিটির বেশ কিছু চরিত্র কে নিয়ে তিনি বাইশে শ্রাবণের স্পিন অফ ‘দ্বিতীয় পুরুষ’ পরিচালনা করবেন। ‘দ্বিতীয় পুরুষ’ কিন্তু কোনভাবেই বাইশে শ্রাবণ এর সিক্যুয়েল নয়। বাইশে শ্রাবণ ছবিটির বেশ কয়েকটি চরিত্র কে নিয়ে দ্বিতীয় পুরুষ-এর চিত্রনাট্য রচিত হবে এবং এই ছবিটি যে বাইশে শ্রাবণ এর থেকেও সংলাপের নিরিখে আরো বেশি রোমহর্ষকএবং সাসপেন্সে ভরা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিটিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে অভিজিৎ পাকড়াশীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং রাইমা সেনকে অমৃতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটিতে ডিসিপি প্রবীর রায় চৌধুরী অর্থাৎ যে চরিত্র টিতে প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনয় করেছিলেন সেই চরিত্রটি সম্ভবত দেখা যাবে না। তবে তাকে ঘিরে কিছু গল্প অবশ্যই এই ছবিটিতে উঠে আসতে পারে। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন সংগীত পরিচালক অনুপম রায়। দ্বিতীয় পুরুষ নামে অনুপম রায়ের নিজের একটি গানের অ্যালবাম ছিল। তার সেই অ্যালবাম থেকে কোন গান থাকবে কিনা অনুপম রায় সেটি ভাবছেন। ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পাবে ২৩ শে জানুয়ারি২০২০ তে।
Subscribe
Login
0 Comments