সুপারস্টার বিজয় বিজিল ছবিটির পর ‘থালাপতি সিক্সটি ফোর’ ছবিটিতে অভিনয় করবেন। বর্তমানে বিজয় তার আগামী ছবি বিজিলের ডাবিং শুরু করেছেন। বিজিল ছবিটির গান এবং ট্রেলার দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে এবং ইউটিউব এ প্রচুর ভিউজ পেয়েছে এবং রেকর্ড করেছে। বিজয়ের পরবর্তী ছবি ‘থালাপতি সিক্সটি ফোর’ছবিটি পরিচালনা করবেন লোকেশ কোনগারাজ। এই ছবিতে বিজয় এর বিপরীতে কিয়ারা আডবাণী কে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এর পূর্বে তার বিপরীতে রাশি খান্না এবং রশমিকা মন্দন্নার অভিনয় করার করার কথা চলছিল। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দ্রর।
Subscribe
Login
0 Comments