ঐশ্বর্য রাজেশ অভিনীত ‘মেই’ ছবিটি আগামী ২৩ শে আগস্ট মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিকি সুন্দরম এবং ঐশ্বর্য রাজেশ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চার্লি, কিশোর, বিনোদ এবং অজয় ঘোস। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন পৃথিবী কুমার এবং এই ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন অনিল জনসন। পরিচালনা করেছেন এস. এ. ভাস্করন।
Subscribe
Login
0 Comments