সুপারস্টার অজয় দেবগন 60 কোটি টাকার একটি বাংলো কিনেছেন। মুম্বাইয়ের অন্যতম দামি ও বিলাসবহুল জুহু এলাকাতে তিনি একটি বাংলো কিনেছেন। গত বছর থেকেই তিনি একটি বাংলো খুঁজছিলেন কিনবার জন্য। অজয়ের এই বাংলোটির আয়তন 5310 স্কোয়ার ফুট।মহামারীর কারণে তিনি 60 কোটি টাকায় এই বাংলোটি পেয়েছিলেন তানাহলে 65 থেকে 70 কোটি নিচে এই বাংলোটির দাম কখনোই থাকেনা। অজয়ের পাশেই অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনের বাংলো রয়েছে এই এলাকায়।
কোন বলিউডি তারকা কিনলেন 60 কোটির বাংলো??
