অভিষেক বচ্চন এবং অজয় দেবগন অভিনীত শেষ ছবিটি ছিল ‘বোল বচ্চন’, এছাড়াও এই জুটিকে ‘জমিন’, ‘যুবা’ছবিতে দেখা গিয়েছিল। এবার অজয় দেবগন-অভিষেক বচ্চন কে একটি ছবিতে দেখা যাবে তবে একসাথে অভিনয় করতে নয়। এই ছবিটির প্রযোজনা করবেন অজয় দেবগন এবং প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। নায়িকার চরিত্রে এখনো কাউকে ঠিক করা হয়নি, নায়িকার সন্ধান এখনো চলছে। ছবিটিতে ইলিয়ানা ডি ক্রুজ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তবে তিনি এই ছবিতে নায়িকা নন। এই ছবিটি পরিচালনা করবেন ‘টোটাল ধামাল’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর কুকি গুলাটি।
Subscribe
Login
0 Comments