অক্ষয় এবং কিয়ারা আদ্ভানি কি ‘লক্ষী বোম্ব’ ছবির শুটিং শুরু করেছেন? এ নিয়ে নেট দুনিয়ায় গতকাল থেকে তুমুল হইচই শুরু হয়েছে। কিয়ারা আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে কিয়ারা এবং অক্ষয় দুজনেই কালো রেস করে মার আইল্যান্ডে জেটির উপর দাঁড়িয়ে ছিলেন। এবং ছবিটির নিচে লেখা ছিল লক্ষী বোম্ব। এটি দেখার পর নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা, উৎকণ্ঠা দেখা যায়। তবে ছবিটির শুটিং অক্ষয় এবং কিয়ারা শুরু করেছেন কিনা তা নিয়ে অফিশিয়ালি এখনো কোনো কিছু জানা যায়নি। এই ছবিটি তামিল হরর কমেডি ছবি ‘কাঞ্চনা’র রিমেক এটি পরিচালনা করছেন রাঘব লরেন্স এবং এই ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ই জুন ২০২০ সালে।
Subscribe
Login
0 Comments