বর্তমান পরিস্থিতির জেরে মানুষ আজ কাবু, তার কোপ পড়েছে বিনোদন জগতেও। তবে সকল পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সকল সুরক্ষা অবলম্বন করে চলছে প্রেক্ষাগৃহ। আর এই সময়েই খিলাড়ি ‘অক্ষয় কুমার’ হাজির হয়েছেন তাঁর নতুন সিনেমার রিলিজ ডেট নিয়ে। গতকাল মঙ্গলবার ১৮ই জানুয়ারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অক্ষয় তাঁর নতুন ছবির দুটি নতুন পোস্টারের সাথে পোস্ট করে জানান তাঁর আগামী ছবি, “বচ্চন পান্ডে” এর রিলিজ ডেট। এই ছবিটি পরিচালনা করেছেন, ‘ফরহাদ সামজি’। এই ছবিতে অক্ষয় এর সাথে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘জ্যাকলিন ফার্নান্দেজ’ এবং ‘কৃতী শ্যাননকে’। ছবিটি প্রযোজনা করেছেন ‘সাজিদ নাদিয়াদওয়ালা’।
এই দিন অক্ষয় কুমার ইনস্টাগ্রামে পোস্ট করে জানান তাঁর নতুন ছবি, “বচ্চন পান্ডে” এই বছরে হোলির সময় ১৮ই মার্চ, ২০২২ তে মুক্তি পাবে। এর সাথেই তিনি জানিয়েছেন এই ছবিতে থাকবে অ্যাকশন, কমেডি, রোম্যান্স ও সাথে ড্রামা। সুতরাং আশা করা যাচ্ছে এই ছবিটি বক্স অফিসে খুবই সফলতা পেতে চলেছে। এই দিন অক্ষয় কুমার এই সুসংবাদ দেওয়ার পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে দেখা যায় উচ্ছাস, ভরিয়ে দিচ্ছে তাঁরা কমেন্ট বক্স।
“বচ্চন পান্ডে” এর পরপরই আসতে চলেছে অক্ষয় কুমারের আরও অনেক গুলো নতুন ছবি। যার মধ্যে রয়েছে, “Ram Setu” এবং এই ছবিতেও অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে, জ্যাকলিন ফার্নান্দেজকে। এছাড়া রয়েছে “Raksha Bandhan”, “Prithviraj”, “Selfiee” এবং “Cinderella”. অর্থাৎ এই ২০২২ সাল খিলাড়ি কুমারের জন্যে যে সুপারহিট হতে চলেছে তা বলতে আর বাকি থাকে রাখে না। এবং এর সাথেই এই বছরেই তিনি OTT দুনিয়াতেও ডেবিউ করতে চলেছেন।