অক্ষয় কুমার পৃথ্বীরাজ ছবিটিতে পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি বিখ্যাত রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান এর জীবনীর ওপরে নির্ভর করে হবে। এই ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ডক্টর চন্দ্র প্রকাশ দ্বিবেদী। তিনি এর আগে টেলিভিশনে ঐতিহাসিক চাণক্য টেলি সিরিয়ালটিতে নির্দেশনা করেন। ২০০৮ সালে তিনি পিঞ্জর ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান। গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিটিতে পৃথ্বীরাজ চৌহানের স্ত্রীর ভূমিকায় মানুশি চিল্লার কে দেখা যেতে পারে। এই ছবিটি ২০২০ সালের দীপাবলিতে মুক্তি পাবে। ভারতের ইতিহাসে স্বাধীনচেতা নির্ভীক এবং প্রকৃত স্বাধীন রাজাদের মধ্যে মেবার তথা চম্বলের স্বাধীন রাজা পৃথ্বীরাজ চৌহান কে আপামর ভারতবাসী তার নির্ভীকতা ও বীরত্বের জন্য এবং দেশের প্রতি তার ভালোবাসার জন্য চিরকাল মনে রেখেছে।
Subscribe
Login
0 Comments