আলিয়া ভট্ট পরিচালক সঞ্জয় লীলা বানসালীর পরবর্তী ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এরপূর্বে সালমান খানের বিপরীতে ইনশাআল্লাহ ছবিতে আলিয়া ভাটের অভিনয় করার কথা ছিল এবং এই ছবিটি পরিচালনা করার কথা ছিল সঞ্জয় লীলা বনসালির। বেশ কিছু কারণে সঞ্জয় লীলা বানশালী এবং সালমান খানের মধ্যে বিবাদ হয় তার ফলেই সালমান খান এই ছবিটি থেকে সরে আসেন এবং এই ছবিটি বন্ধ হয়ে যায়। এরপরই গতকাল অফিশিয়ালি ‘গাঙ্গুবাঈ কাথিয়া ওয়াড়ি’ছবিটির কথা বানসালি প্রোডাকশন হাউজ এবং আলিয়া ভাটের তরফ থেকে জানানো হয়। এই ছবিটি হোসেন জাঈদীর লেখা উপন্যাস ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’ এর গল্প অবলম্বনে নির্মিত হবে। এই ছবিটির শুটিং এই মাস থেকে শুরু হচ্ছে। এই ছবিটি ১১ই সেপ্টেম্বর ২০২০ তে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments