অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন বলিউডি গায়ক মিকা সিং কে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান এবং বয়কট করলো। গত ৮ ই আগস্ট পাকিস্তানের রাজধানী করাচিতে মিকা সিং একটি বৈবাহিক অনুষ্ঠানে গান গান। পাকিস্তানের পূর্ব রাষ্ট্রপতি তথা সেনাপ্রধান পারভেজ মুশারফের ঘনিষ্ঠ আত্মীয় বাড়ি তিনি গান গান। এই ঘটনাটি জানার পরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স এসোসিয়েশন মিকা সিং কে ব্যান করার সিদ্ধান্ত নেয় এবং সেই মর্মে ভারতের প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রীর কাছে চিঠি দেন। চিঠিতে বলা হয় ভারতে কেউ মিকা সিংয়ের সঙ্গে কাজ করতে পারবেন না এবং যদি মিকা সিং কে নিয়ে কাজ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একদিকে পুলওয়ামা এবং পাঠানকোট পাকিস্তানের আতঙ্কবাদী দের এর তরফ থেকে যে আতঙ্কিত, অমানবিক, পৈশাচিক হামলা করা হয় ভারতবর্ষের জাওয়ানদের কে তা জানা সত্ত্বেও কিভাবে মিকা সিং পাকিস্তান গিয়ে গান গাইলেন তা নিয়ে প্রবল ক্ষুব্ধ এই অ্যাসোসিয়েশনের সদস্য গণ। তবে এই বিষয়ে মিকা সিং এর বক্তব্য এখনো পর্যন্ত জানা যায়নি।
Subscribe
Login
0 Comments