আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুন্ঠাপুরামালো’ছবির প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাব্বু, নিভেথা পেথুরাজ, রাজেন্দ্র প্রসাদ, রাহুল রামকৃষ্ণ, সুনীল, সত্যরাজ, হর্ষ প্রবর্ধন, মূর্লি শর্মা, ভেনিলা কিশোর। এই ছবিটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এই ছবিটি হরিকা এবং হাসিনি ক্রিয়েশনস এর ব্যানারে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments