আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকন্ঠপুরামালো’ ছবিটি আগামী ১২ ই জানুয়ারি ২০২০তে মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন,পুজা হেগড়ে,তাব্বু,নিভেতা পুথুরাজ, রাজেন্দ্র প্রসাদ, মুরলি শর্মা। এই ছবিটি পরিচালনা করছেন ত্রিবিক্রম। এই ছবিটি প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ এবং এস.রাধা। এই ছবিটির সংগীত পরিচালনা করছেন থামান.এস।
Subscribe
Login
0 Comments