স্টাইল আইকন আল্লু অর্জুন এর পরবর্তী ছবির নাম ‘আলা বৈকুন্ঠপুরামলো’। এই ছবিতে আল্লু অর্জুন এর সঙ্গে নায়িকা হিসেবে পূজা হেগড়ে কে এবং নিবেদিতা পেথুরাজকে দেখা যাবে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে তাব্বু ,সত্যরাজ, মূর্লি শর্মা,রাজেন্দ্র প্রসাদ, জয়রাম, সুশান্ত জেনা, কিশোর সুনীল, নবদ্বীপ ব্রহ্মাজী ,রাও রমেশ এবং রাহুল রামকৃষ্ণ অভিনয় করবেন। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। এই ছবিটির গতকাল একটি ছোট্ট টিজার মুক্তি পায়। এই টিজারে আল্লু অর্জুন এবং মূর্লি শর্মাকে দেখা যায়। মুলি শর্মা এই ছবিতে আল্লু অর্জুনের বাবার চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটি পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এই ছবিটি প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ এবং এস রাধাকৃষ্ণন। এই ছবিটি আগামী বছর সংক্রান্তি অর্থাৎ ১২ই জানুয়ারি মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments