ভারতের অভিনয় জগতের কিংবদন্তি অমিতাভ বচ্চন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ম্যাগনাম ওপাস ছবি সাইরা নরসিমহা রেড্ডি এই ছবিতে অমিতাভ বচ্চন কে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে চিরঞ্জীবী, অনুষ্কা শেট্টি, নয়ন তারা, তামান্না ভাটিয়া, সুদীপ, বিজয় সেতুপতি, জগপতি বাবু কে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি কার্নুরের স্বাধীনতা সংগ্রামী ইয়ালাওয়াদা নরসিমহা রেড্ডির জীবনের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে।
Subscribe
Login
0 Comments