এই ক্রিসমাসে শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবি “আতরাঙ্গি”। তাই তার তোড়জোড় ও চলছে সেই পর্যায়ে। একের পর এক গান মুক্তি পাচ্ছে “টি-সিরিজের” অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং এ.আর রহমানের মিউসিকে এই ছবির প্রথম গান “চাকা চক” মুক্তি পেল কিছু দিন আগে। সেখানে অন্য ধরনের মিউসিক ফর্ম,বাদ্যযন্ত্রের বিভিন্নতা আর সঙ্গে দক্ষিণী বিয়ের আসর এর স্বাদ পেয়েছি আমরা।
“চাকা চাক” এর পর এবার পরবর্তী গান “রায়ত জারা সি” মুক্তি পেল এই ছবি থেকে। গানে স্পষ্ট যে এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে। শুধু ভালোবাসা,কাছে আসা নয় । বিরহ এবং কিছু সম্পর্ক হারিয়ে কিছু সম্পর্ক পাওয়াকে দেখানো হয়েছে গানে। এক কথায় “রায়ত জারা সি” একটি স্যাড লাভ সং।
এই গানটিরও সুরকার এবং প্রযোজক এ.আর.রহমান। এবং এই গানটির লিরিক্সও ইরশাদ কামিলের । গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শাশা তিরূপতি । কিছু মুহূর্ত পূর্বেই “টি- সিরিজের” ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া “রায়ত জারা সি” গানটি ১৩ লক্ষ ভিউস অর্জন করেছে । দেখা যাক ছবিটি কতটা আকর্ষণীয় হতে চলেছে।