অ্যানিমেটেড ছবি ‘পিটার র্যাবিট টু’ আগামী ১৭ এপ্রিল ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করছেন উইল গ্ল্যাক। এই ছবিটি প্রযোজনা করেছেন উইল ব্ল্যাক,জ্যাক নালবান্দিয়ান। এই ছবিটি বিট্রিক্স পিটারের লেখা ‘পিটার র্যাবিট’ থেকে নেয়া হয়েছে। এই ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন ডমিনিক লুইজ্। এই ছবিটিতে পিটার র্যাবিটের চরিত্রে গলার আওয়াজ শোনা যাবে জেমস কর্ডন। ফ্লপ্সি র্যাবিটের চরিত্রে গলার স্বর শোনা যাবে মার্গট রবি।কটন টেল র্যাবিটের চরিত্রে গলার স্বর শোনা যাবে ডেইজি রেইডলের।
Subscribe
Login
0 Comments