হলিউডি সুন্দরী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কে ‘ম্যালফিশেন্ট: মিস্ট্রেস অফ ইভিল’ ছবিতে ইভিল ফেয়ারি গডমাদার এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ম্যালফিশেন্ট’ ছবিটির সিক্যুয়েল। এই ছবিটিতে অ্যাঞ্জেলিনা জোলি সঙ্গে মাইকেল পেফিফার, এলি ফ্যানিং, স্যাম রিলে, এমেলদা স্টনটন,চ্যুয়েটেল এজিওফর অভিনয় করছেন। এই ছবিটি পরিচালনা করেছেন জোকিম রনিং। এই ছবিটির গল্প লিখেছেন লিন্ডা উলভারটন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন লিন্ডা উল্ট্রন নোয়া হার্প স্টার, মিকা ফিৎজারম্যান ব্লু। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জিওফ জ্যানেলি। এই ছবিটির প্রযোজনা করেছেন জো রথ ,অ্যাঞ্জেলিনা জোলি এবং ডাঙ্কান হ্যান্ডারসন। এই ছবিটি ১৮ই অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments