মুক্তি পেয়েছে ‘ আনকাহি কাহানিয়া’ ট্রেলার……….

নেটফ্লিক্সে আরও একটি নতুন হিন্দি ছবি প্রস্তুত হয়েছে মুক্তি পাওয়ার জন্য। সম্প্রতি মুক্তি পেল সেই ছবিরই ট্রেলার ‘আনকাহি কাহানিয়া’ । তিন না জানা নাবলা ভালোবাসার এক আশ্চর্য গল্প নিয়েই তৈরি ছবিটি। ছবিটির শুটিং ২০২০নভেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে।


তিন বিশিষ্ট পরিচালক এর দ্বারা নির্মিত হয়েছে এই ছবিটি- “অশ্বিনী আইয়ার তিওয়ারি, অভিষেক চৌবে এবং সাকেত চৌধুরী “।
ছবিতে অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি, জোয়া হুসেন, কুনাল কাপুর, নিখিল দ্বিবেদী, দেলজাদ হিওয়ালে,রিংকু রাজগুরু এবং পৌলমী।



তিন ভিন্ন ধরনের ভালোবাসার গল্প নিয়েই এই ছবির রচনা। যন্ত্রণায় ভরা মুহূর্ত, বিয়ে শেষ করার দ্বিধা, আকর্ষণ এবং একাকীত্ব থেকে বাঁচার তাগিদ এই তিন চিত্র তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে। তবে সম্পর্কের সূচনা হোক বা হৃদয় ভাঙার গল্প হোক ভালোবাসা আমাদের সব সময় আরো অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এমনই এক চিত্র যা আসতে চলেছে এই ছবির মাধ্যমে।

১৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘আনকাহি কাহানিয়া’ দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নেটফ্লিক্সের পর্দায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x