অঙ্কুশ এবং নুসরাত ফারিয়া বিবাহ অভিযান ছবিটির পর ফের একবার একসাথে জুটি বাঁধছেন। এই ছবিটির নাম ‘ভয়’। এই ছবিটি পরিচালনা করবেন কিডন্যাপ খ্যাত পরিচালক রাজা চন্দ। এই ছবিটি একটি থ্রিলার ছবি। এই ছবিতে অঙ্কুশ একজন সফল সাঁতারু কোচের ভূমিকায় অভিনয় করবেন। অঙ্কুশের চরিত্রটির ইচ্ছা তার প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা যাতে দেশ বিদেশে গিয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। এই ছবিতে অঙ্কুশের বোন অটিজমের শিকার। অঙ্কুশের বোনের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই ছবিটি কে নিয়ে অঙ্কুশ এবং নুসরাত দুজনেই খুবই উৎসাহিত। অনেকদিন ধরে রোমান্টিক অ্যাকশন ছবি করতে করতে একটু অন্য ধারার ছবি করতে চেয়েছিলেন’ অঙ্কুশ আর ‘ভয়’ ছবিটির মধ্যে দিয়ে তার এই স্বপ্ন পূরণ হয়। অঙ্কুশ কে এই ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে দেখতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ছবিটির শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এবং ছবিটি আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে। এই ছবিটির শুটিং শেষ করে অঙ্কুশ সুরিন্দার ফিল্মস প্রযোজিত এবং কোরিওগ্রাফার-ডিরেক্টর বাবা যাদব পরিচালিত থ্রিলার ছবিতে কাজ করবেন। তবে এই ছবিটি তার স্বপ্নের ছবি ডি ফর ডান্স একেবারেই নয়।
Subscribe
Login
0 Comments