অবশেষে দেড় বছর পর সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে শুরু হয়েছে অঙ্কুশ-শুভশ্রী জুটির সুপারন্যাচারাল থ্রিলার ছবির শ্যুটিং।
২০১৯ সালে শেষের দিকে এই ছবিটির শ্যুটিং আরম্ভ হলেও তারপর অতিমারির কারণে এই ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। শুভশ্রী সন্তানসম্ভবা হওয়ার জন্য তিনি ও কিছুটা সময় নেন। শেষমেষ এই সোমবার থেকে এই ছবিটির শ্যুটিং আবার শুরু হয়েছে। এই ছবিটির শ্যুটিং এখন কলকাতায় হচ্ছে।
এই ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত কোরিওগ্রাফার এবং পরিচালক বাবা যাদব। বাবা যাদব এর আগে অঙ্কুশ-মিমি অভিনীত ‘ভিলেন’ ছবিটিতে কাজ করেছেন।
অঙ্কুশ এবং শুভশ্রী জুটি আমি শুধু চেয়েছি তোমায় ছবির মধ্যে দিয়ে প্রথম জুটি হিসেবে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করে। এই ছবিটি বক্স-অফিসে যথেষ্ট সফল হয়েছিল এবং এই জুটিকে দর্শকেরা খুব পছন্দ করেছিল।
এই বছর ফেব্রুয়ারি মাসে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ‘ম্যাজিক’ ছবিটি মুক্তি পায়। অঙ্কুশের এখন পরিচালক পাভেলের ‘মন খারাপ’ ছবিটিতে অভিনয় করছেন। এছাড়াও রাজা চন্দের পরবর্তী ছবিতে অঙ্কুশ অভিনয় করছেন।
শুভশ্রী এই ছবিটি ছাড়াও ‘ধর্মযুদ্ধ’ এবং ‘হাবজি গাবজি’ ছবিটিতে অভিনয় করছেন।
এই সুপারন্যাচারাল থ্রিলার ছবিটি প্রযোজনা করেছে
‘সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রোডাকশন’।
এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী।
দেড় বছর পর শুরু হয়েছে অঙ্কুশ-শুভশ্রী জুটির সুপার ন্যাচারাল থ্রিলার ছবির শুটিং
