অংশুমান এবং মুসকান অভিনীত ওয়েব সিরিজ ‘লাভ স্লিপ রিপিট’ জি ফাইভ এ স্ট্রিমিং হবে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অভিষেক ডোগরা। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অংশুমান মালহোত্রা মুসকান শেঠি, রাইমা সেন, প্রিয়া গোড়,পুনেশ শর্মা, প্রিয়া ব্যানার্জি, টিনা সিং, হর শাদা বিজয়, নীলিমা আজমি, মনোজ যোশী। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন রেশমি শর্মা। এই বৃষ্টির শুটিং পঞ্চগনি, পুনে ও মহারাষ্ট্রের বিভিন্ন স্পটে হয়েছে।
Subscribe
Login
0 Comments