দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়ে নিখোঁজ পর্বতারোহী অনুরাগ মালুর সন্ধানে তল্লাসী অভিযান চলছে। গত সোমবার ৬হাজার মিটার উচ্চতায় ক্যাম্প থ্রী থেকে নামার সময় অনুরাগ পাহাড়ের খাঁজে পড়ে যান। সুসংহত উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বাড়াতে তিনি এই অভিযানে গিয়েছিলেন। স্থানীয় শেরপা ছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে খোঁজ চালানো হচ্ছে।
নিখোঁজ পর্বতারোহী অনুরাগ মালুর সন্ধানে তল্লাসী অভিযান
