অনুষ্কা শেট্টি অভিনীত ‘নিঃশব্দম’ ছবিটির প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শেট্টি,আর.মাধবন, অঞ্জলী,শালিনী পান্ডে,সুব্বারাজু,মাইকেল ম্যাডসেন। এই ছবিটি পরিচালনা করছেন হেমন্ত মধুকর। এই ছবিটির প্রযোজনা করেছেন টি.জি. বিশ্বপ্রসাদ,কোনা ভেঙ্কট। এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, ইংরাজি ভাষায় মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments