“এক না হয়ে কি একে ওপরকে ভালোবাসা সম্ভব না “!………
দুরে থেকেও ভালোবাসা সম্ভব। সব ভালোবাসার পরিণতি কি সবসময় ভালো হয়! ‘ দিনা ‘ আর ‘ সানিয়াদ’ এর ভালোবাসার গল্প কিন্তু তাই বোঝায় আমাদেরকে। দুজনে দুজনকে এত ভালোবাসা সত্বেও এমন কি হলো যে তারা এক হতে পারলো না, কিন্তু তাতে কি ভালোবাসা থেমে যাবে! ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা কখনো চাইলেও থামানো সম্ভব না!

এমনি একটি নাটক ‘মিজানুর রহমান আরিয়ান’ পরিচালিত “যদি কোনোদিন”। ভালোবাসার এক ভিন্ন স্বাদের গল্প নিয়েই তৈরি ‘যদি কোনোদিন’। এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন.. ‘জিয়াউল ফারুক অপূর্ব (সানিয়াদ হোসেন)এবং মেহজাবিন চৌধুরী(দিনা)’। এছাড়া রয়েছেন ….মানস বন্দ্যোপধ্যায়, গোলাম রাব্বানী মিন্টু, শাহরিয়ার রানা, আরিফ হক।প্রযোজক – এস. কে. শাহেদ আলী (সিএমভি’র পক্ষ থেকে )।

এই নাটকে সানিয়াদ একজন ডক্টর। সানিয়াদ এবং দিনা একে অপরকে অসম্ভব ভালোবাসে।কি এমন পরিস্থিতি হয় যার জন্য ভুলবুঝে দিনা সানিয়াদ কে দূরে সরিয়ে দেয়। এমনি এক দৃশ্য দেখানো হয়েছে এই নাটকে।বাস্তবেও তো এমন ভাবেই অনেক মানুষ তার ভালোবাসার মানুষের থেকে দূরে সরে যায়, কিন্তু তাতে কি ভালোবাসা মরে যায়!ভালোবাসা কে মেরে ফেলা কি এতই সহজ! কোন পরিস্থিতির শিকার হয়েছিল দিনা ও সানিয়াদ? জানতে হলে অবশ্যই দেখুন ‘যদি কোনোদিন’ নাটক টি।