অর্জুন রামপাল অভিনীত পরবর্তী ছবির নাম’আনজান:দ্য আননোন’। এই ছবিটি পরিচালনা করবেন অমিতেন্দ্র ভাটস। এই ছবিটি প্রযোজনা করছেন রাজু চড্ডা,রাহুল মিত্র, বিক্রম খাক্বর। এই ছবিটির শুটিং আগামী বছর জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই ছবিটির গল্প একটি হিল স্টেশনে তিনটি মেয়ের মৃত্যুর অস্বাভাবিক রহস্য ঘিরে। এই ছবিটিতে অর্জুন রামপাল একজন পুলিশ অফিসার এর চরিত্রে অভিনয় করছেন।
Subscribe
Login
0 Comments