আর্য অভিনীত‘মগমুনি’ ছবিটি আগামী সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আর্য, ইন্দুজা এবং মহিমা নাম্বিয়ার। এই ছবিটির প্রযোজনা করেছেন গনভেল রাজা। এই ছবিটি পরিচালনা করেছেন শান্তা কুমার। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন থামান.এস। এই ছবিটি স্টুডিও গ্রীন এর ব্যানারে নির্মিত হয়েছে।
Subscribe
Login
0 Comments