অ্যাশলে গ্রহাম এবং জাস্টিন এরভিনের প্রথম সন্তান আসতে চলেছে। গত বুধবার এই জুটির নবম বিবাহ বার্ষিকীতে জাস্টিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এবং জানান যে তাদের পরিবারে আরো একজন নতুন সদস্য আসতে চলেছে। জাস্টিন আসলে কে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন এবং তাদের অনুরাগীদের কাছে খবরটি পৌঁছে দেন। অন্যদিকে অ্যাশলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের দুজনের ছবি পোস্ট করে নিচে লিখেন নয় বছর আগে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলাম। আমার জীবনে বিশ্বের সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে পার হওয়া সেরা যাত্রা এটি। আজ আমরা খুবই খুশি। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তারা আশীর্বাদে আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। জীবনটা আরো সুন্দর ও তর হতে চলেছে। বেশ কয়েক বছর ধরেই আসলে এবং জাস্টিন কে তাদের সন্তানের বিষয়ে প্রশ্ন করা হতো তখন তারা উত্তর দিতেন সঠিক সময় আসলে তারা অবশ্যই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
Subscribe
Login
0 Comments