অশোক সেলভান এবং ঋতিকা সিং অভিনীত“ওহ মাই কাদাভুলে” ছবির প্রথম লুক মুক্তি পেয়েছে।এই ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন অশ্বথ মারিমুথু। এই ছবিটির প্রযোজনা করেছেন জি.দিল্লি.বাবু। এই ছবিটির সহ-প্রযোজক করেছেন অশোক সেলভান এবং অভিনয় সেলভান। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন লিওন জেমস। এই ছবিটির এডিটিংয়ের কাজ করেছেন ভূপতি সেলভারাজ। এক্সেল সেল ফ্যাক্টরি এবং হাপি হাই পিকচার্স এই ছবিটি নিবেদন করছেন।
Subscribe
Login
0 Comments