“আতরাঙ্গি রে” ট্রেলার রিভিউ:- এই ছবিটি আপনাকে সত্যিই আতরাঙ্গি করে দেবে
বহু প্রতিক্ষার পর অবশেষে আজ মুক্তি পেয়েছে “আতরাঙ্গি রে”(Atrangi Re) ছবির অফিশিয়াল ট্রেলার।
“আতরাঙ্গি রে” ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ধানুশ, সারা আলি খান।
এই ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই যিনি এর আগে “রাঞ্জনা”(Raanjhanaa), “তানু ওয়েডস মানু রিটার্নস”(Tanu Weds Manu Returns)।

কেমন লাগলো “আতরাঙ্গি রে” ছবির ট্রেলার??
শুরুতেই বলেছি এই ছবির দেখলে আপনি আতরাঙ্গি হয়ে যাবেন। কারণটা বলছি-কারনটা হল এই ছবিতে যারা অভিনয় করছেন তারা এক কথায় দুর্দান্ত অভিনেতা। সুপারস্টার অক্ষয় কুমার, তামিল সুপারস্টার ধানুশ, সারা আলি খান প্রত্যেকেই এই ছবিতে অসাধারণ অভিনয় করছেন তার ঝলক আমরা এই ছবিটির ট্রেলার সুস্পষ্টভাবে দেখতে এবং বুঝতে পারছি। এক ইঞ্চি জমি কেউ কারো জন্য ছাড়েনি এই ছবিতে। এ বলে একে দেখ তো ও বলে ওকে দেখ। ট্রেলারটি আপনি যতবারই দেখবেন আপনার আবার দেখতে ইচ্ছা করবে। ভালোবাসার মানুষ এবং তার সাথে ভালোলাগার মানুষ একটা মানুষের যখন দুটোই চাই তখন কি পরিস্থিতি হয় তা এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন।

এই ছবিতে অক্ষয় কুমারের স্ক্রীন প্রেজেন্স সত্যিই চার্মিং এবং অসাধারণ। তাঁর সংলাপ, তাঁর কমিক টাইমিং আপনাকে সর্বদা মুগ্ধ করবে।
ধানুশের কথা আর কি বলব, যতই বলবো কম পড়ে যাবে, শব্দ শেষ হয়ে যাবে, এই ছবিটির ট্রেলারে ধানুশের যে কটা সংলাপ রয়েছে প্রত্যেকটি জাস্ট অসাধারণ। তাঁর অভিব্যক্তি ভঙ্গিমা ডায়লগ ডেলিভারি আপনার মন ছুঁয়ে যাবে।

বলতে দ্বিধা নেই সারা আলি খান আমাকে খুব সারপ্রাইজ করেছে। এই ছবিতে তাঁর অভিনয় তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনীত ছবি হতে চলেছে। এই ছবিতে আমরা অন্য সারা কে কে খুঁজে পাব এইটুকু বলতে পারি।

এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা।
“আতরাঙ্গি রে” ছবিটির সংগীত পরিচালনা করেছেন সুরকার এ আর রহমান। গানগুলি লিখেছেন ইরশাদ কামিল। এই ছবিতে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং গান গেয়েছেন। ট্রেইলারটিতে যতটুকু আমরা গান শুনতে পাই তা থেকে একটু বোঝা যাচ্ছে এই ছবির গানগুলি চার্টবাস্টার হতে চলেছে।

“আতরাঙ্গি রে” ছবিটি প্রযোজনা করেছেন “টি-সিরিজ” এর কর্ণধার ভুষণ কুমার এবং কৃষণ কুমার,”কালার ইয়েলো প্রোডাকশন” এর কর্ণধার আনন্দ এল রাই,”কেপ অব গুড ফিল্মস্” এবং হিমাংশু শর্মা।

“আতরাঙ্গি রে” ছবিটি ২৪ শে ডিসেম্বর “ডিজনি প্লাস হটস্টার” ওয়েব ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তৈরি থাকুন আতরাঙ্গি হতে….…