‘লাভ স্টোরি’ ছবিটির ‘আয় না আরো কাছে’ গানটি আজ মুক্তি পেয়েছে। এই গানটি গেয়েছেন রাজ বর্মন, এই গানটির লিরিক্স লিখেছেন দীপাংশু আচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। এই ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ,ঋতিকা সেন, রেশমি সেন, রজত গাঙ্গুলী, সুপ্রিয় দত্ত, স্বাগত বসু ,বুদ্ধদেব ভট্টাচার্য, পুষ্পেন্দু রায়। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন অভিমুন্য মুখার্জি। এই ছবিটির সঙ্গীত এবং আবহসঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। এই ছবিটির পোশাক পরিকল্পনা করেছেন ইশা ঠাক্বার। এই ছবিটি প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড।
Subscribe
Login
0 Comments