আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিমগার্ল’ ছবিটি দুদিনে ২৬.৪৭কোটি টাকা রোজগার করেছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নুসরত ভারুচা, অনু কাপুর, বিজয় রাজ, অভিষেক ব্যানার্জি, মানজ্যোত সিং, রাজেশ শর্মা, অসীম মিশ্র। এই ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর এবং একতা কাপুর। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন মিত ব্রস। এই ছবিটির গান লিখেছেন সাব্বির আহমেদ এবং কুমার। এই ছবিটি পরিচালনা করেছেন রাজ সান্ডিল্য। এই ছবিটি আজ ভালো ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে। আয়ুষ্মান খুরানা প্রত্যেকটি ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা দেখাচ্ছেন তার জন্যই তো প্রত্যেকটি ছবি ব্যাবসায়িক দিক থেকে হিট সুপারহিট এবং ব্লকবাস্টার হচ্ছে। একদিকে বাণিজ্যিক দিক দিয়ে যেমন সফল ছবিগুলির কনটেন্ট এবং আয়ুষ্মান খুরানার অভিনয় দক্ষতা সমালোচকদের প্রশংসা করতে বাধ্য করেছে।
Subscribe
Login
0 Comments