আয়ুষ্মান খুরানা এবং নুসরাত ভারুচা অভিনীত ‘ড্রিমগার্ল’ ছবিটির এক মুলাকাত গানটি মুক্তি পেয়েছে। এই ছবিটির প্রত্যেকটি গানি দর্শকদের মনকে ছুঁয়ে গেছে। এক মুলাকাত গানটির সংগীত পরিচালনা করেছেন মিত ব্রস এবং গানটি গেয়েছেন আলতামাস ফারিদি পালাক মুচ্ছাল এবং মিত ব্রস। এই গানটির লিরিক্স লিখেছেন সাব্বির আহমেদ। এই ছবিটি আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটির ট্রেইলার ২৫ মিলিয়নেরও বেশি পেয়েছে এবং এই ছবিটির গান দিলকা টেলিফোন ৭.৬ মিলিয়ন, রাধে রাধে ১০ মিলিয়ন এবং ডাগালা লাগলি ৯.২ মিলিয়ন ভিউজ ইতিমধ্যেই অতিক্রম করেছে। এই ছবিটির টিচার ট্রেইলার এবং গানগুলিতে আয়ুষ্মানের অভিনয়ের সকলের ভূয়সী প্রশংসা করেছেন। ড্রিমগাল ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল সাড়া পড়েছে এবং এই ছবিটি যে ভারতের বক্সঅফিসে দারুন ব্যবসা করবে তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments