‘বাধাই হো’ ছবিটি ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ দুটি জাতীয় পুরস্কার বিজয়ী হয়। ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস’ হিসেবে সুরেখা সিক্রি এই ছবিটির জন্য পুরস্কার জেতেন। ‘বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট’এর জন্য জাতীয় পুরস্কার জেতেন। এই ছবিটি সমালোচক এবং দর্শকদের মন বিপুলভাবে জয় করে এবং এই ছবিতে হাস্যরসাত্মকভাবে সামাজিক বিভিন্ন আঙ্গিককে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আয়ুষ্মান খুরানা।
Subscribe
Login
0 Comments