
এই স্বাধীনতা দিবসে মুক্তি পেলো KSS Music এর নিবেদন ‘৮/১২ ‘ ছবির প্রথম গান
“বিনয় বাদল দীনেশ “।

এই ছবির প্রযোজনায় রয়েছেন ‘কান সিং সোধা ‘
পরিচালনা – অরুণ রায়
এই সঙ্গীতটির সুরকার এবং গীতিকার ‘সৌম্য ঋত ‘।
এই গানটি গেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী
‘রুপম ইসলাম’। তার কণ্ঠের যাদুতে প্রানবন্ত হয়ে উঠেছে এই গান। এই গানটির সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক অপূর্ব মিশ্রণ।
‘৮/১২ ‘একটি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। এই ছবির বিষয় এতটাই আকৃষ্ট করে যে প্রথম থেকেই প্রযোজক ‘কান সিং সোধা’ জড়িয়ে পড়েন এই ছবির সঙ্গে। এই ছবি সমস্ত সিনে প্রেমি ও ভারতবাসীর কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ হতে চলেছে। ২০২১ এর ডিসেম্বরে এই ছবির মুক্তির কথা ভাবা হচ্ছে।
ভারত মায়ের তিন বীর সন্তানের কথা তুলে ধরা হয়েছে এই গানের মধ্যে দিয়ে। তারা হলেন অমর বিপ্লবী ” বিনয় বসু,বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত “। ১৯৩০সালে ৮ই ডিসেম্বের ‘ বিনয় বাদল দীনেশ ‘ তাদের অসাময়িক সাহসিকতা নিয়ে রাইটার্স অভিযান জারি করেন,ব্রিটিশ শাসকের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা সকল ভারতবাসীর কাছে অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার কথা মাথায় রেখেই স্বাধীনতা দিবসে মুক্তি পায়’৮/১২’ছবির প্রথম গান। বিনয়-বাদল-দীনেশ এনাদের অনুপ্রেরণা এই গানের মধ্যে দিয়ে শ্রোতা-দর্শকের হৃদয়ে প্রতিফলিত হতে চলেছে। গানটি সকল স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটি শ্রদ্ধার্ঘ্য।
এই গানটির থেকে আমরা বুঝতে পারি ‘৮/১২’ ছবিটি কেমন হতে চলেছে।ছবিটি সকল ভারতবাসীর কাছে এক অমূল্য পাওয়া হতে চলেছে।