Before the New Year, “Vijay” is the best gift for the fans of the new year ……. The first teaser of the upcoming movie “Liger” has been released …….

নববর্ষের প্রাক্কালে বিজয় দেবরাকন্ডার আসন্ন স্পোর্টস অ্যাকশন ফিল্ম “লাইগার” এর প্রথম ঝলক মুক্তি পেল “ধর্মা প্রোডাকশানের” অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পুরী জগন্নাধ রচিত ও পরিচালিত এবং ধর্মা প্রোডাকশন এবং পুরী কানেক্টস এর ব্যানারে তৈরি এই ছবি, করণ জোহর, চার্মে কৌর, অপূর্ব মেহতা এবং পুরী জগন্নাধ দ্বারা প্রযোজিত। ছবির অসাধারণ স্টান্ট ডিরেক্টর হলেন কেচা।

ছবিতে বিজয় দেবরাকন্ডাকে একজন “বক্সারের” চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যিনি প্রথম জীবনে মুম্বাইয়ের একজন “চাওয়ালা” ছিলেন । পরবর্তী জীবনে, সেই চাওয়ালাকেই একদিন এম.এম.এ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা যাবে । তাঁর অতীত জীবনে রাস্তার মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্স ও দেখানো হয়েছে ,এই চুয়ানন সেকেন্ডের ভিডিওটিতে । বক্সার হিসাবে বিজয় দেবরাকন্ডাকে এই ছবিতে তেজদীপ্ত পারফরম্যান্স এর সাক্ষ রাখতে দেখা যাবে , এমনটাই আশা করা যাচ্ছে। বিশ্ব বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে একটি ক্যামিও চরিত্রে দেখতে পাবেন দর্শকরা ।

এছাড়াও এই ছবিতে অভিনয়ে দেখা যাবে , অনন্যা পান্ডে এবং বাহুবলিখ্যাত রাম্যা কৃষনানকে । অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, অর্থাৎ লাইগারের কোচের চরিত্রে দেখা যাবে রনিত রায়কে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে “লাইগার” তেলেগু,হিন্দি,তামিল,মালায়ালাম,কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে , ২০২২ এর ২৫ শে আগস্ট। সব মিলিয়ে আসন্ন এই ছবিটি যে দারুন উত্তেজনাপূর্ন হতে চলেছে তার আভাস এখনই পেয়েগেছেন বিজয় ভক্তরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x