‘ডিপ ওয়াটার’ ছবিটিতে বেন অ্যাফ্লেক এবং অ্যানা ডিসেম্বর আর্মাস অভিনয় করবেন। এই ছবিটির ১৯৫৭ সাল এর লেখা উপন্যাস ‘ডিপ ওয়াটার’ থেকে নেয়া হয়েছে যেটি পেট্রিকা হাইস্মিথ লিখেছিলেন। এই ছবিটির পরিচালনা করেছেন অ্যাড্রিয়ান লিন। ছবিটির প্রযোজনা করেছেন আর্নন মিলচ্যান,গ্যারেট বাশ্চ, স্টিভেন জাইলিয়া,গিমন কাসাডি,বেন ফর্কনার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন জ্যাক হেল্ম এবং স্যাম লেবিনসন।
Subscribe
Login
0 Comments