গতকাল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে তিনি দিল্লির কালিয়ার শরীফ এগিয়ে প্রার্থনা করেন। এই নিয়ে বেশ কয়েকজন নেটিজেন তাকে ট্রোলও করেন। গত শুক্রবার তার অভিনীত ছবি ‘সামসারা’মুক্তি পেয়েছে এবং তার হাতে রাজা চন্দ পরিচালিত একটি ছবি রয়েছে যেখানে তিনি সোহমের বিপরীতে অভিনয় করবেন। তনুশ্রী হাতে ‘অন্তর্ধান’ ছবিটি ও রয়েছে যেটি কিছুদিন পর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments