এই বাংলা -এ বাংলা ছবি শো পাচ্ছে না

এবারের পুজোয় দারুন চমক ৪ টি জমজমাট বাংলা ছবি । তবু এই বাংলা -এ বাংলা ছবি শো পাচ্ছে না । আজ্ঞে হ্যা ঠিক শুনেছেন । এমন ই অবস্থা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এর । আর এটা জানিয়েছেন স্বয়ং অভিনেতা দেব । এছাড়াও অনেক শিল্পী রা এই এক ই অভিযোগ করেছেন । দেব জানিয়েছেন যে “এবারের পুজোর চার টি ছবি খুব কম স্ট্রং কনটেন্ট এর ” । একটি প্রথম শ্রেণীর মিডিয়া হাউসকে অভিনেতা দেব জানিয়েছেন বাংলা ছবির উত্থানের জন্য ইন্ডাস্ট্রি এর যারা চেষ্টা করছে অন্তত তাঁদের একটা সুযোগ না দিলে কিভাবে বাংলা ছবি উন্নতি হবে ? । বাংলা ছবি কে সমান জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন অনেক অভিনেতা ও অভিনেত্রী রা । কিন্তু কি এমন হলো ? আসলে সিনেমা হল বা ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে হল বা শো পাচ্ছে বেশি হিন্দি সিনেমা । বাংলা ছবি এর শো এর সংখ্যা অনেক টাই কম। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিল্পী ই

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x