গতকাল ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের ৫৮তম জন্মদিন। মহান পরিচালকের জন্মদিন বিশেষ ভাবে পালন করল বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন।

“বর্ষসেরায় বর্ষশুরু সিনেমার সমাবর্তন ২০২১” এর মঞ্চে ‘মেমোরিস ইন আগস্ট’ শীর্ষক অনুষ্ঠানে কেক কেটে পরিচালকের জন্মদিন পালনের উৎসবে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়, সুদীপ্তা মুখোপাধ্যায়, অরিজিৎ দত্ত ও অন্যান্যরা।

প্রসঙ্গত এবছর বিএফজেএ অ্যাওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরিতে কারা পাচ্ছে তা জানা যাবে খুব শীঘ্রই।

সেরা ছবির তালিকায় এবছর থাকছে ‘ছবিয়াল’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘বরুনবাবুর বন্ধু’, ‘দুধ পীঠের গাছ’, ‘অসুর’ প্রভৃতি।

গতকাল ছিল তারও সাংবাদিক সম্মেলন। ‘সিনেমার সমাবর্তন ২০২১’ এ কোন ক্যাটাগরিতে কে বা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেদিকে নজর থাকবে টিবিএইচ বাংলার।