ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম-শতবার্ষিকীতে গিনেস রেকর্ড জয়ী ‘ভক্ত ভানু’র কথা

‘মাসীমা, মালপোয়া খামু… ‘ সাড়ে চুয়াত্তর ছবির এই সংলাপ পরবর্তীতে এতটাই জনপ্রিয় হয়, বাঙালি একবার শুনেই বলে দেবে এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের। শতবর্ষ পেড়িয়েও আজও বাঙালির হৃদয়ে উজ্জ্বল তাঁর স্মৃতি।

১৯২০ সালের আজকের দিনেই জন্মগ্রহন করেন অধুনা বাংলাদেশের ঢাকা শহরের বিক্রমপুর গ্রামে। ঢাকাতে থাকাকালীনই তিনি বিপ্লবী আন্দোলনে যোগদান করেন। পরবর্তীতে কলকাতায় এসে অভিনয় করেন প্রায় তিনশোটিরও বেশি ছবিতে।

১৯৪৭ সালে ‘অভিযোগ’ ছবির মধ্য দিয়ে অভিনয় জীবনের কেরিয়ার শুরু, এরপর ‘সাড়ে চুয়াত্তর’, ‘পাশের বাড়ি’, ‘ভানু পেল লটারি’, ‘যোমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’ সহ একাধিক ছবিতে পেয়েছি তাঁকে। শুধুমাত্র কমেডি চরিত্রেই নয় সিরিয়াস চরিত্রেও তাঁকে পেয়েছি ‘গল্প হলেও সত্যি’, ‘আলোর পিপাসা’, ‘অমৃত কুঞ্জের সন্ধানে’ প্রভৃতি ছবিতে। তাঁর কৌতুক নকশার গ্রামোফোন রেকর্ড আজও মানুষের বিনোদনের আকর্ষণ।

ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা কেই যিনি অন্যরূপ দিয়েছেন তিনি নদীয়ার শান্তিপুরের অনুপম সরকার, আজ বলব তাঁরই কথা। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায় ও কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুপম সরকারকে আমরা পেয়েছি জি বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ থেকে শুরু করে ইটিভি বাংলার (বর্তমানে কালারস বাংলা) ‘লাফা-লাফি’ সহ একাধিক শো তে।

তাঁকে নিয়ে বিগ ৯২.৭ এফ এম শুরু করেছিল একটি শো ‘ভক্ত ভানু’। ভক্ত ভানু অনুপম সরকার ছোটবেলাতেই স্কুলের নাটকে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, সেখান থেকেই শুরু, এরপর বাসবী বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বানিজ্যিকভাবে এই কৌতুক নকশাকে নিয়ে পথ চলা শুরু হয় শান্তিপুরের এই হাস্যকৌতুক শিল্পীর।

সম্প্রতি ‘নর্থ আমেরিকা বিশ্ব বঙ্গ সম্মেলন ২০২১’ এ অনুপম সরকারের ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশার মাধ্যমে করোনা নিয়ে সতর্কতার ভিডিও প্রদর্শিত হয়। এরইমধ্যে একটি অনন্য নজির করেছেন এই ভক্ত ভানু। পরপর তিন বছরে গড়েছেন তিনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, যা বাঙালি হিসেবে তিনিই প্রথম।

২০১৮,২০১৯,২০২০ টানা তিনবারের রেকর্ড অধিকারী অনুপম সরকার প্রথমবার স্ট্যাপেল পিন দিয়ে দীর্ঘতম মালা, পরবর্তীতে আপেলের বীজ দিয়ে দীর্ঘতম চেন এবং তৃতীয়বারে দেশলাই এর কাঠি দিয়ে দীর্ঘতম অমর জওয়ান স্মৃতি স্তম্ভ প্রতিকৃতি নির্মাণ করে ভারতকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন। আজকের এই বিশেষ দিনে টিম ‘টি বি এইচ বাংলা’র পক্ষ থেকে ভানু বন্দ্যোপাধ্যায়কে জানাই শ্রদ্ধা এবং অনুপম সরকারের আগামী জীবনের জন্য রইল শুভেচ্ছা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x