বিনোদন এর টিম এবার ভাটপাড়ায় । ” সেরা পুজো ২০১৯ ” এর enrollment সিলেকশন এ জায়গা করে নিয়েছে ব্যারাকপুরের বেশ কয়েকটি পুজো। আর আমাদের মনে হয়েছে আমরা শুরুটা ভাটপাড়া দিয়ে ই করি । আর ভাটপাড়া মানেই প্রথম প্রধান আকর্ষণ ভাটপাড়ার ম্যাডক্স স্কয়ার ” ভাটপাড়া বারোয়ারী দুর্গাপূজা সমিতি ” বা “বারোয়ারী মাঠ” । এবারে এই পুজোর ৯২তম বর্ষে থিম ” রাজস্থানি লোকশিল্প ” । পুজো উদ্যোক্তা রা তাদের পুজোর থিম এর ব্যাপারে একটি ইউটুব ভিডিও রিলিজ করেছেন –
এই পুজোর প্রধান উদ্যোক্তা দের এক ঝলক-

আমরা থাকছি এই পুজোর সব খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরতে । চোখ রাখুন আমাদের পোর্টাল https://binodon.in/ ও youtube চ্যানেল এ ।
binodon.in এর “সেরা পুজো ২০১৯” এর enrollment একটি সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম , আপনার পাড়ার পুজোর enrollment এর জন্য হোয়াটস্যাপ করুন সরাসরি এই নম্বরে – 8902858350