হতে চলেছে বহু প্রতীক্ষার অবসান, খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে “ভুল ভুলাইয়া ২” সিনেমা। যেদিন থেকে এই সিনেমার ঘোষনা হয় সেদিন থেকেই বেশ চর্চার মধ্যে ছিল এই সিনেমাটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, কিয়ারা ও তাবু। এই সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমী।
“Bhool Bhulaiyaa 2” কবে সিনেমা হলে মুক্তি পাবে সেই নিয়ে বেশ অপেক্ষা করেছেন মানুষ, আর এবারে সেই তারিখ এল প্রকাশ্যে। জানা যাচ্ছে আগামী 25th March এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে। এটি একটি হরর ছবি, তবে এর সাথেই থাকছে কমেডির তড়কা। ‘ভুল ভুলাইয়া ২’ ছবিটি অরিজিনাল ‘ভুল ভুলাইয়ার’ এর একটি সিক্যুয়াল। আর তার থেকেই আশা করা যাচ্ছে যে এই ছবিটি বেশ দুর্দান্ত হতে চলেছে।
ছবিটি প্রথম থেকেই বেশ চর্চার বিষয় ছিল। খিলাড়ি অক্ষয় কুমারের ভক্তেরা খানিক চোটে গেছিলো বটে। কারন তাদের মনে হয়েছে এই পার্ট 2 তে কার্তিক আরিয়ান, অক্ষয় কুমারকে রিপ্লেস করেছে। তবে এই বিষয়ে জানা যাচ্ছে, পরিচালক অক্ষয় কুমারের জন্যে রেখেছে একটি স্পেশাল রোল। তাই দুঃখ পেতে হবে না ভক্তদের। এখন দেখার পালা, ‘ভুল ভুলাইয়া’ যেভাবে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল তা ‘ভুল ভুলাইয়া ২’ পারে কী না। আর সেই জন্যেই অপেক্ষা করতে হবে আগামী ২৫শে মার্চ তারিখের।