পুজোয় বাঙালি নাচবে বাংলা গানে। পুজোর ভাসান গীতির রমরমা এখন সারা বাংলা জুড়ে, আর তাতেই নতুন সংযোজন ‘পুলি’। ‘সিনে বাপ মৃন্ময়’ ইউটিউব চ্যানেল থেকে প্রায় দু সপ্তাহ আগে রিলিজ করা এই ওরিজিনাল ডান্স নাম্বার মিউজিক ভিডিওটি ইতিমধ্যে ৩ লাখ মানুষ দেখে নিয়েছেন।
‘হুজুগ বয়েজ’ কে এখন ফেসবুক সূত্রে প্রায় সবাই চেনেন, মীরাক্কেলের তিন মূর্তি কৃষ্ণ, সাহেব, তন্ময় মজার মজার ভিডিওর মাধ্যমে মাতিয়ে রেখেছেন নেটিজেনদের। এরই সাথে যোগ দিয়েছেন প্যারোডি তে পারদর্শী শুভাশীষ। সকলে মিলে হঠাৎ প্ল্যান করে লিখে ফেললেন মজার এই গান ‘পুলি’।
গান তো লেখা হল, কিন্তু একে ভিডিওতে রূপদানের জন্য প্রয়োজন প্রডিউসার। এগিয়ে এলেন শহরের এক প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক। ডাক্তারবাবুর থেরাপিতে তৈরি হল এই গোটা মিউজিক ভিডিও, সাথে বাংলা ইউটিউবের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মৃন্ময়ের ইউটিউব চ্যানেল ‘সিনেবাপ মৃন্ময়’ থেকে রিলিজ করলেই নিমেষে ভাইরাল এই ভিডিও।
‘পুলি’ গানটি গেয়েছেন শুভাশীষ মুখার্জী, লিখেছেন কৃষ্ণ ও শুভাশীষ, সুর দিয়েছেন সুমন ও প্রদ্যুত। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মৃন্ময়, মৌপিয়া, কৃষ্ণ, সাহেব, তন্ময়, শুভাশীষ।
ভিডিওর নির্দেশক রঞ্জন চৌধুরী ও কৃষ্ণ। হুজুগ বয়েজের ‘পুলি’ আপনার ফেস্টিভ মুড জমিয়ে দেবে এ নিয়ে সন্দেহ নেই। ‘পুলি’ না শুনে থাকলে ‘সিনেবাপ মৃন্ময়’ ইউটিউব চ্যানেলে গিয়ে এখনি শুনে নিন।