পরিচালক অ্যান্ডি মুসচিয়েত্তি পরিচালিত ‘আইটি: চ্যাপ্টার টু’ ছবিতে বিল স্কারসগার্ড পেনিওয়াইজ ক্লাউনের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে জেসিকা জেসমিন জেমস ম্যাকভয়, বিল হায়দার, জে রায়ান, ইসায়েক মোস্তাফা, জেমস র্যানসন, অ্যান্ডি বিন প্রমুখ অভিনয় করেছেন। এই ছবিটি স্টিফেন কিং এর লেখা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন বেঞ্জামিন ওয়ালফিশ্চ্। এই সিকিউরিটিতে আগের ঘটনাটি যেখানে শেষ হয়েছিল তারপর থেকে অর্থাৎ ওই ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের শহরে ২৭বছর পর ফিরে আসে। তাদেরকে পুনরায় পেনিওয়াইজ ক্লাউন কিভাবে বিপদে ফেলে এবং তা থেকে তারা কিভাবে বেরিয়ে আসে এই গল্পটি থেকে জানা যাবে।
Subscribe
Login
0 Comments