পাঞ্জাবি অভিনেতা বিন্নু ঢিল্লন কে ‘নওকার বহুতি দা’ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে কুলরাজ রন্ধাওয়া, গুরপ্রীত গুগ্গি, গোবিন্দার ভাল্লা এবং উপাসনা সিং অভিনয় করছেন। এই ছবিটির পরিচালনা করবেন সমিপ কং। ছবিটির প্রযোজনা করবেন রোহিত কুমার, সঞ্জীব কুমার, আশু মনিশ সাহানি, রুচি ত্রেহান। এই ছবিতে বিনোদন দ্বৈত চরিত্রে অভিনয় করে তার ও তার স্ত্রীর মধ্যে যে ঝামেলা দূরত্ব সেটিকে ঠিক করার জন্যই তিনি ঠিক কি করেন তা এই ছবিটি দেখলে বোঝা যাবে।
Subscribe
Login
0 Comments