ব্লেক লিভলি অভিনীত ‘দ্য রিদম সেকশন’ ছবিটি আগামী ৩১ শে জানুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে। এই ছবিটি মার্ক বার্নেল স্টেফানি প্যাট্রিকের উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির গল্প একজন নারীর যে তিনটি পরিচয়ের মধ্যে দিয়ে তার পরিবারের মৃত্যুর পিছনের সত্যতা অনুসন্ধান করতে থাকেন। ওই মহিলার পরিবার-পরিজন একটি বিমান দুর্ঘটনায় মারা যায় এবং সেই বিমানটিতে তার যাওয়ার কথা ছিল। ওই বিমান দুর্ঘটনা টি স্বাভাবিক কারণে ঘটে না এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল এই মহিলা সন্ধান করবেন। এই ছবিটি পরিচালনা করছেন রিড মোরানো। এই ছবিটি প্রযোজনা করছেন বারবারা ব্রকলি এবং মাইকেল জি উইলসন। এই ছবিটিতে ব্লেক লিভলি ছাড়াও জুড ল্য, স্টারলিং কে ব্রাউন ড্যানিয়েল মেশ এবং রাযা জেফরি অভিনয় করছেন।
Subscribe
Login
0 Comments